দ্য ওয়াল ব্যুরো: আইপিএল ট্রফি জয়ের কয়েক মাসের মধ্যেই মুকুটে আরও একটি পালক জুড়লেন রজত পাটীদার। বেঙ্গালুরুর (Bengaluru) মাটিতে দুলীপ ট্রফি (Duleep Trophy 2025) জিতল রজতের (Rajat Patidar) নেতৃত্বাধীন মধ্যাঞ্চল (Central Zone)। সোমবার, শেষ দিনে মাত্র ৬৫ রান দরকার ছিল। চার উইকেট হারালেও লক্ষ্যে পৌঁছতে পাটীদার বাহিনীকে খুব একটা বেগ পেতে হয়নি!
আসলে ফাইনালের মোড় ঘুরে যায় প্রথম ইনিংসে। দক্ষিণাঞ্চল (South Zone) গুটিয়ে যায় মাত্র ১৪৯ রানে। জবাবে মধ্যাঞ্চল খাড়া করে ৫১১ রানের পাহাড়—যা কার্যত লড়াই থেকে ছিটকে দেয় দক্ষিণী শিবিরকে।