দ্য ওয়াল ব্যুরো: আজও রাশিচক্রকে (Rashichakra) ঘিরে মানুষের কৌতূহল অশেষ। জ্যোতিষশাস্ত্রের (Astrology) বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রতিটি রাশির আলাদা বৈশিষ্ট্য কেবল ভাগ্যের ইঙ্গিতই দেয় না, ব্যক্তিত্বের এমন কিছু দিকও প্রকাশ করে যা সাধারণত লুকিয়ে থাকে। এ কারণেই রাশিচক্র আজও আত্ম-পরিচয়ের এক বড় হাতিয়ার।
রাশিচক্রের জন্ম ও ঐতিহাসিক প্রেক্ষাপট