দ্য ওয়াল ব্যুরো: দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের (Central Govt Employees, Central Pensioners) জন্য আসছে বড় ঘোষণা। সম্প্রতি জিএসটি সংস্কার হয়েছে। তার জেরে প্রভাব পড়েছে সব ক্ষেত্রেই। শীঘ্রই কেন্দ্রের মহার্ঘ্য ভাতা (DA) বাড়তে চলেছে আরও ৩ শতাংশ। ফলে বর্তমান ৫৫ শতাংশ ডিএ বাড়িয়ে ৫৮ শতাংশ করা হবে বলে ধারণা করা হচ্ছে (DA Hike 2025)।
কারা পাবেন এই সুবিধা?