দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল দক্ষিণ কলকাতায় (South Kolkata news)। রবিবার সন্ধে নাগাদ দুই ক্লাবের সদস্যদের মধ্যে ব্যানার লাগানো নিয়ে (Durga Puja banner fight) ব্যাপক মারামারির ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। ঘটনায় থমথমে পরিবেশ এলাকায়।
বিবাদে জড়িয়ে পড়ে নাম উঠে এসেছে সংহতি ক্লাব ও প্রগতি সংঘের ।