দ্য ওয়াল ব্যুরো: ফের নাগরিকত্ব–সংক্রান্ত আতঙ্ক ঘিরে আত্মহত্যার ঘটনা! এবার ঘটনাস্থল ব্যারাকপুর (Barrackpore)। পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোডের মনসা মন্দির এলাকার বাসিন্দা কাকলি সরকার (৩৩) মঙ্গলবার রাতে নিজের ঘরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী (Death) হন। দুই সন্তানের মা কাকলি ঘটনাস্থলেই প্রাণ হারান।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। আটক (Detained) করা হয়েছে মৃতার স্বামী সবুজ সরকার, শ্বশুর সুরেশ সরকার ও ভাসুর শান্তি সরকারকে। ঠিক কী কারণে এই সিদ্ধান্ত, তদন্তে নেমেছে ব্যারাকপুর থানার পুলিশ।