দ্য ওয়াল ব্যুরো: ‘বিশ্বাসে নয়, যুক্তিতর্কে মুক্তি’ - এই স্লোগানকে সামনে রেখে শহরের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হল চন্দ্রগ্রহণ দেখার বিশেষ কর্মসূচি। পূর্ণ চন্দ্রগ্রহণ বা ব্লাড-কপার মুন (blood moon) ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৮ মিনিট থেকে দেখা যায় খালি চোখে। সেই দৃশ্য দেখতেই শত শত মানুষ দেখলেন মহাজাগতিক এই দৃশ্য।
জমায়েত হয়েছিল যাদবপুর-বাঘাযতীনের রায়পুর গার্লস হাইস্কুলের ছাদে, সিথির কাঠগোলা মাঠে, কসবা, তিলজলা, পার্ক সার্কাস, আনোয়ার শাহ রোড, ঢাকুরিয়া, বেহালা, গোবরা-সহ একাধিক জায়গায়।