দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাতে পূর্ণিমা দেখেছে বাংলা। দেখেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণও। কীভাবে পৃথিবীর ছায়া ক্রমশ প্রসারিত হচ্ছে চাঁদের উপর। আর আস্তে আস্তে চাঁদের অংশ ঢেকে যাচ্ছে সেই ছায়ায়।
একই আকাশে পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের এই খেলা যেমন স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রবীণদের উৎসাহী করে তুলেছে, আকাশের দিকে চেয়ে থেকেছে তারা, তেমনই আবার কারও কারও মনে পড়ে গেছে নব্বইয়ের দশকে কুমার শানুর সেই অসামান্য গানের কথা—"একই আকাশেতে দেখেছি গো আমি পূর্ণিমা চাঁদ আর চন্দ্রগ্রহণ..।” আর সে গান মনে পড়তেই হয়তো তাঁরা রোমান্টিকতাতেও ডুবে গেছেন।