দ্য ওয়াল ব্যুরো: ‘প্রবল শক্তি আসলে কাঁধে চাপায় প্রচণ্ড দায়িত্ববোধ!’
স্পাইডারম্যানের ‘আঙ্কল বেনে’র কথাটা কি দিব্যা দেশমুখের জীবনের ধ্রুবমন্ত্র? অক্ষরে অক্ষরে মেনে চলা শুরু করেছেন বুঝি? নয়তো কেন, কয়েক মাস আগে মেয়েদের বিশ্বকাপ জেতা একজন দাবাড়ু, মোটে উনিশ বছর বয়স, ফিডের টুর্নামেন্টে ওপেন সেকশনে লড়তে যাবেন? হাত পাকাতে হলে তো মেয়েদের বিভাগ খোলাই ছিল। সেখানেই নিজের ধারাবাহিকতা, ফর্ম সবকিছু ঝালিয়ে নেওয়া যেত!