দ্য ওয়াল ব্যুরো: ধ্যানচাঁদের (Dhyan Chand) ছায়ায় গড়া কৌলীন্যের ইতিহাস। ভারতীয় হকি আর বড় টুর্নামেন্টে সোনাজয় ছিল একে অন্যের পরিপূরক। এক-দু’বছর নয়। দীর্ঘ কয়েক দশক ধরে! শুধু খেতাব জয়ই পুরো ছবি নয়। ধারালো পারফরম্যান্সও জরুরি। কয়েক প্রজন্ম ধরে দু’দিকেই তালমিল বজায় রেখেছে ভারত।
কিন্তু ১৯৮০ সালের মস্কো অলিম্পিক্সের পর থেকে যেন আলোটা ঝুপ করে নিভে গেল। চার দশকের অধঃপতন, পরপর ব্যর্থতা, প্রশাসনিক ডামাডোল—সব মিলিয়ে হকি হয়ে উঠল দুঃস্বপ্নের স্মৃতি।