দ্য ওয়াল ব্যুরো: খেজুরির বিজেপি কর্মীর রহস্যমৃত্যু ঘিরে ফের সরগরম আদালত (Khejuri murder Case,)। তদন্তকারীর ভূমিকা নিয়েই এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
সোমবার তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তকারী চিকিৎসকের মোবাইল কল ডিটেলস আদালতে জমা দেয় পুলিশ। প্রাথমিক রিপোর্টে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য—ময়না তদন্তের ঠিক আগে এবং পরে একাধিকবার ওই চিকিৎসককে ফোন করেছিলেন তদন্তকারী অফিসার।