দ্য ওয়াল ব্যুরো: এমন ম্যাচে স্কোরবোর্ডই সবটুকু বলে দেয়!
হাংঝৌতে (Hangzhou) এশিয়া কাপে সোমবার ভারতীয় মহিলা হকি দল সিঙ্গাপুরকে (Singapore) উড়িয়ে দিল বারো গোলে। হ্যাটট্রিক এল নাভনীত কৌরের (Navneet Kaur) স্টিক থেকে, হ্যাটট্রিক এল মুমতাজ খানের (Mumtaz Khan) দুর্দান্ত পারফরম্যান্সে। খাতায়-কলমে টিকতেই পারল না সিঙ্গাপুর বাহিনী। একেবারে একতরফা লড়াই জিতে মনোবল বারোগুণ বাড়িয়ে নিল ভারত।