দ্য ওয়াল ব্যুরো: ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ-এর সম্পাদক সঙ্কর্ষণ ঠাকুর প্রয়াত। সোমবার সকালে গুরগাঁওতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট সাংবাদিক। বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন তিনি।
২০২৩ সালে দ্য টেলিগ্রাফ-এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সঙ্কর্ষণ। তার আগে তিনি জাতীয় বিষয়ক সম্পাদক ছিলেন সেখানেই। পেশাদারিত্ব আর কলমের দৃঢ়তায় তিনি দ্রুতই পাঠকের আস্থা অর্জন করেন। চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সাংবাদিকতার আকাশে তিনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র।