দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্র কি সত্যিই কখনও ‘শক্তিশালী’ বা ‘নমনীয়’? নাকি রাষ্ট্র মানেই তার মূল শক্তি সংহতি, শৃঙ্খলা এবং কার্যকারিতা? সম্প্রতি নেপালে (Nepal Protest) জেন জি আন্দোলনে (Gen Z) মাত্র এক দিনের মধ্যে নির্বাচিত সরকারের পতনে সেই প্রশ্নই নতুন করে সামনে এনেছে। এর আগে শ্রীলঙ্কা (জুলাই ২০২২) এবং বাংলাদেশে (অগস্ট ২০২৪) একইভাবে জনরোষের কারণে সরকার ভেঙে পড়েছিল। তিন উদাহরণে একটি ধারা তৈরি হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।