দ্য ওয়াল ব্যুরো: লাগাতার বৃষ্টিতে বিধ্বস্ত উত্তরাখণ্ড। বন্যা, ভূমিধসের জেরে বন্ধ হয়ে গিয়েছে রাস্তাঘাট। কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাই বলে জীবনের বহমানতা থেমে নেই।
এদিকে মুনসিয়ারিতে চলছে পরীক্ষা। ধসে বন্ধ রাস্তা। একটা পরীক্ষা দিতে না পারা মানে একটা গোটা বছর নষ্ট। তখনই ছাত্ররা এক অভিনব সিদ্ধান্ত নেন। হেলিকপ্টারে চড়ে পৌঁছে যান পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষা দিয়ে ফেরেন একই পথে। এই ঘটনায় রীতিমতো প্রশংসার বন্যা বয়ে গিয়েছে।
#REL
ঠিক কী হয়েছিল?