দ্য ওয়াল ব্যুরো: ভারতের তরফে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পাড়ি দেওয়ার কথা ছিল মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। তবে তৃতীয়বারের জন্য পিছিয়ে গেল তাঁর বহু প্রতীক্ষিত মহাকাশযাত্রা। খারাপ আবহাওয়ার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ইসরো (ISRO)।
মিশনের নাম অ্যাক্সিয়ম-৪ (Axiom-4)। নতুন করে ১১ জুন মহাকাশ যাত্রার দিন স্থির হয়েছে। তার আগে ২৯ মে, ৮ জুন এবং ১০ জুন—এই তিনদিনের কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রতিবারই কোনও না কোনও কারণে তা পিছিয়ে যায়।