দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে সফলভাবে পৃথিবীতে ফিরে এলেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তিনি ভারতের প্রথম মহাকাশচারী যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন। এই ঐতিহাসিক অভিযানের মাধ্যমে ভারতের মহাকাশ গবেষণায় আরও এক নতুন অধ্যায় যোগ হল।
এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিবৃতিতে বলেন, “ইতিহাস গড়ে পৃথিবীতে ফিরে আসার পর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে আমি স্বাগত জানাই। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে তিনি ভারতীয়দের স্বপ্নকে অনুপ্রাণিত করেছেন। তাঁর নিষ্ঠা, সাহস আমাদের গর্বিত করেছে।”
#REL