চন্দন ঘোষ, পূর্ব বর্ধমান
প্রায় সাড়ে চারশো বছর ধরে মহাসমারোহে সম্পন্ন হয় গুসকরার চোংদার বাড়ির পুজো। কথিত আছে সম্রাট শের শাহের আমলে গুসকরার বাড়িতে দুর্গাপুজো শুরু হয়। সেই থেকে ধারাবাহিকভাবে হয়ে আসছে এই পুজো। বর্তমানে জৌলুস কিছুটা কমলেও পরিবারের বর্তমান সদস্যরা ঐতিহ্য ও পরম্পরাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।