দ্য ওয়াল ব্যুরো: নতুন মাইলফলক ছুঁল হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। সোমবার ঘোষণা করা হল, কেন্দ্রীয় সাক্ষরতা প্রকল্প ‘উল্লাস’-এর আওতায় দেশজুড়ে চতুর্থ সম্পূর্ণ সাক্ষর রাজ্য (Fully Literate State) হিসেবে নাম লিখল হিমাচল। এর আগে ত্রিপুরা (Tripura), মিজোরাম (Mizoram) ও গোয়া (Goa) এই স্বীকৃতি পেয়েছিল।
‘উল্লাস’-এর শর্ত অনুযায়ী, কোনও রাজ্যে ১৫ বছরের বেশি বয়সি অন্তত ৯৫ শতাংশ মানুষ পড়তে-লিখতে এবং প্রাথমিক অঙ্ক কষতে পারলেই তাকে ‘সম্পূর্ণ সাক্ষর’ ধরা হয়। সেই নিরিখে হিমাচলের সাক্ষরতার হার ৯৯.৩০%— যা জাতীয় মানদণ্ডের অনেক ঊর্ধ্বে।