দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup 2025) শুরুর আগের দিন দুবাইয়ের (Dubai) সাংবাদিক সম্মেলন হয়ে উঠল হাইভোল্টেজ নাটকের প্রেক্ষাগৃহ। নিয়মমাফিক অধিনায়ক সম্মেলন, আট দেশের নেতা এক মঞ্চে। স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত–পাক দ্বৈরথ। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) আর সলমন আলি আঘা (Salman Ali Agha) আলো টানলেন সবচেয়ে বেশি। প্রশ্ন ছিল ফেভারিট তকমা ঘিরে, সওয়াল ওঠে আগ্রাসনের মাপকাঠি নিয়ে। সবকিছুতেই উত্তর এল নরমে-গরমে। আর শেষ মুহূর্তে চমক: পাক অধিনায়ক সিট ছেড়ে বেরিয়ে যাওয়া, সূর্যকুমারের হ্যান্ডশেক এড়িয়ে। টিম ইন্ডিয়ার অধিনায়ক অবশ্য তাতে বিব্রত হননি। হাসিমুখে বাকি অধিনায়কের