দ্য ওয়াল ব্যুরো: বাবর আজম (Babar Azam), মহম্মদ রিজওয়ান (Mohammed Rizwan) দলে জায়গা পাননি। তাতে কি টিম (Pakistan Cricket Team) আরও শক্তিশালী হয়েছে?
প্রশ্নটা এতদিন ওঠেনি। কিন্তু এশিয়া কাপের টিম থেকে দুই তারকা ক্রিকেটার বাদ পড়ার পর নির্বাচক আকিব জাভেদের (Aqib Javed) মন্তব্য এই জল্পনা উস্কে দিয়েছে। এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই হাওয়া গরম করে দিয়েছেন জাভেদ। তাঁর দাবি, পাকিস্তানের বর্তমান টি২০ দল ভারতকে হারানোর শক্তি রাখে।