দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2025) একের পর এক নাটক! ভারত ম্যাচে (India vs Pakistan) ‘হ্যান্ডশেক-বিতর্ক’ (Handshake Row) থেকে শুরু করে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের (Andy Pycroft) বিরুদ্ধে অভিযোগ—সবেতেই কাঁটার খোঁচা খেয়েছে পাকিস্তান (Pakistan)। প্রথমে হুমকি: পাইক্রফটকে না সরালে টুর্নামেন্টই বয়কট করা হবে! কিন্তু সেই দাবিকে খারিজ করে দিয়েছে আইসিসি (ICC)।
শেষ পর্যন্ত মাঠ ছাড়ার হুমকি ধামাচাপা দিয়ে এবার পাক শিবির বেছে নিল নতুন পথ—দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচের (UAE) আগের দিন হঠাৎ করে বাতিল করা হল প্রি-ম্যাচ প্রেস কনফারেন্স!