দ্য ওয়াল ব্যুরো: পুজোর আগেই বেআইনি অর্থলগ্নি সংস্থা থেকে টাকা ফেরতের আশায় দিন গুনছেন আমানতকারীরা। কিন্তু জমি নিলাম ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা।
মালদহ শহরের ইবলিশবাজার থানার অন্তর্গত দুটি জমি— যেগুলি ‘আনেক্স গ্রুপ’ ও ‘ওয়ারিশ গ্রুপ’-এর নামে বাজেয়াপ্ত করা হয়েছিল (Land Auction)— সেই জমির একটির দখল রয়েছে ইংলিশবাজার পুরসভার হাতে, এবং অন্যটিতে রাতারাতি গজিয়ে উঠেছে একটি মন্দির। এমনটাই উঠে এসেছে পরিদর্শনে গিয়ে।
#REL