দ্য ওয়াল ব্যুরো: লাদাখের (Ladakh) সিয়াচেনে (Siachen Base Camp) তুষারধস (Avalanche)। এই ঘটনায় মঙ্গলবার তিন ভারতীয় সেনার (3 Army Personnel) মৃত্যু হয়েছে। বর্তমানে, তুষারধসের জায়গায় উদ্ধার অভিযান চলছে। আশঙ্কা করা হচ্ছে, আরও জওয়ান চাপা পড়ে থাকতে পারেন।
ওই অঞ্চলে কর্মরত সেন্যদের জন্য কতটা বিপদ রয়েছে, তা তুলে ধরে এই ঘটনাটিই। প্রতিকূল আবহাওয়া এবং তুষারধসের মতো প্রাকৃতিক বিপদ সবসময়ই থাকে সিয়াচেনে। বলা যায়, এই এলাকায় তুষারধস একটি স্বাভাবিক ঘটনা।
#REL