দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের দ্বিতীয় দিনেই আবারও ধাক্কা খেল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। আধুনিক জীবনে চ্যাটিং হোক বা ভয়েস-ভিডিও কল, অফিসের কাজ থেকে শুরু করে পেমেন্ট, সবেতেই হোয়াটসঅ্যাপ এখন অপরিহার্য। তাই অ্যাপ বা এর ওয়েব সংস্করণ বিকল হয়ে পড়লে বিপাকে পড়েন লাখো মানুষ। মঙ্গলবার সকাল থেকেই তেমনই ঘটল।
ল্যাপটপ বা ডেস্কটপে হোয়াটসঅ্যাপ ওয়েব লগ-ইন করার পর ব্যবহারকারীরা জানাচ্ছেন, চ্যাট লিস্ট স্ক্রল করার ফাংশন একেবারেই কাজ করছে না। অর্থাৎ উপরে বা নীচে নামা যাচ্ছে না, ফলে নতুন কিংবা পুরনো মেসেজ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠছে।
#REL