দ্য ওয়াল ব্যুরো: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) প্রাক্তন রেজিস্ট্রার (Registrar) সুজিত চৌধুরীর বিরুদ্ধে প্রায় ২ কোটি টাকার আর্থিক দুর্নীতির (Corruption) অভিযোগে তদন্ত চলছে বহুদিন ধরে। তবুও তাঁকেই ফের দায়িত্বে বসানোর সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের, যা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মন্তব্য করেন, “এই সিদ্ধান্তে আমরা অত্যন্ত বিস্মিত।” আদালতের নির্দেশ, কেন ও কীভাবে দুর্নীতির মামলায় অভিযুক্ত একজনকে পুনরায় নিয়োগ করা হল, তার বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে বিশ্ববিদ্যালয়কে।
#REL