দ্য ওয়াল ব্যুরো: চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের (Chingrighata Metro) জট আরও গভীর হচ্ছে। রাজ্য এবং কেন্দ্র (state and the center) পরস্পরের দিকে আঙুল তুলেই চলেছে। আর এই দোষারোপের রাজনীতিতে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট (Calcutta High Court , )। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের স্পষ্ট পর্যবেক্ষণ— “কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনোদিনই কমবে না!”
আইনজীবীদের মতে, বর্তমান পরিস্থিতির মধ্যেই সব দিক সামলে দ্রুত মেট্রোর থমকে থাকা কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
#REL