দ্য ওয়াল ব্যুরো: নেপালে তীব্র অস্থিরতার (Nepal present situation) মধ্যে কারাগার থেকে পালিয়ে গেল অন্তত ১৩ হাজার বন্দি (prisoners escaped from jails)। দেশ জুড়ে বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সুযোগে ৭৭টি জেলার কারাগার থেকে এই ‘পলায়নের’ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সরকারি সূত্র।
প্রধানত জেন-জি প্রজন্মের তরুণদের (Gen z movement) নেতৃত্বে গত ৮ সেপ্টেম্বর শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভে একাধিক কারাগারে হামলা চালানো হয়। বিক্ষোভকারীরা গেট ভেঙে আগুন লাগিয়ে বন্দিদের পালাতে সাহায্য করে বলে অভিযোগ।
#REL