দ্য ওয়াল ব্যুরো: ভোটার তালিকায় কারচুপি (Voter List Tampering) নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরুদ্ধে (West Bengal)।
নির্বাচন কমিশনের (Election Commission) স্পষ্ট দাবি, চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর (FIR) করার নির্দেশ দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে। অথচ সেই নির্দেশ অমান্য করে রাজ্য মাত্র দু'জনকে সাময়িক বরখাস্ত করেছে, কিন্তু কোনও আধিকারিকের বিরুদ্ধেই মামলা দায়ের করেনি। এই অবস্থানে ক্ষুব্ধ কমিশন (Election Commission) এবার কলকাতা হাইকোর্টে (Calcuta High Court) জানিয়েছে, আদালত প্রয়োজনে রাজ্যের কাছে তথ্য তলব করুক—কে বা কারা নির্দেশ অমান্য করেছে এবং কেন।