দ্য ওয়াল ব্যুরো: সোমবার স্নানঘরে পা পিছলে পড়ে ডান পায়ের হাড় ভেঙেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। পা প্লাস্টারের পর এখন হাসপাতালে চিকিৎসাধীন।
বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর বুধবার হাসপাতালে তাঁকে দেখতে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। রাজ্যপাল ছাড়াও কুণাল ঘোষের দ্রুত আরোগ্য কামনা করতে হাসপাতালে যান একাধিক দলীয় সতীর্থ এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।