দ্য ওয়াল ব্যুরো: জেলগুলিতে অতিরিক্ত বন্দি রাখার (Prisoner numbers are increasing) সমস্যা মেটাতে পরিকাঠামোগত (infrastructure is lacking) মানোন্নয়নের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু দিনের পর দিন সেই নির্দেশ কার্যকর না হওয়ায় এবার রাজ্যের মুখ্যসচিবকে সরাসরি তলব করল আদালত।
এই মামলার শুনানিতে বুধবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয়—মুখ্যসচিব আজ তিনি যেখানেই থাকুন, ভার্চুয়ালি হাজির হতে হবে আদালতে।
#REL