তিয়াষ মুখোপাধ্যায়
জীবনের পথে নানা বাধা, হোঁচট, যন্ত্রণা— এ সব মিলিয়েই তো তৈরি হয় সাফল্যের প্রকৃত গল্প। পিয়ারলেস গ্রুপের ডিরেক্টর সুপ্রিয় সিনহাও তার ব্যতিক্রম নন। তবে এমনই এক যন্ত্রণা যে তাঁকে সাফল্যের শীর্ষে পৌঁছে দেবে, তা নিয়মিত খেলাধুলো করা, শরীরচর্চা করে ফিট থাকা সুপ্রিয় বছর তিনেক আগে কোমরে চোট পান জিম করতে গিয়ে। স্লিপ ডিস্ক। ৪৬ বছর বয়সের এই যন্ত্রণা সারাতে বহু ওষুধ, ব্যায়াম, ফিজিওথেরাপি করার পরে, শেষমেশ ডাক্তারবাবুর কথায় শুরু করেন সাঁতার। ডাক্তারবাবু বলেছিলেন, নিয়মিত সাঁতারেই কোমরের ব্যথা নিয়ন্ত্রণে থাকতে পারে। সেই নির্দেশ মেনে শুরু হয় এক নতুন যাত্