দ্য ওয়াল ব্যুরোঃ পুজো দরজায় কড়া নাড়ছে। তাই বাজারে এখন জমজমাট ভিড়। শোরুম, ফুটপাত, বড় দোকান—সবখানেই মানুষের ভিড় চোখে পড়ার মতো। দ্য ওয়াল পুজোর বাজার ঘুরে ক্রেতাদের প্রশ্ন করে, “সপ্তমী থেকে দশমী চারদিন কী পরবেন?” বেশিরভাগের উত্তর একটাই—শাড়ি নয়, বরং ক্যাজুয়াল আর ফরম্যাল পোশাক।
#REL