দ্য ওয়াল ব্যুরো: জাতিসঙ্ঘের 'হিউম্যান রাইটস কাউন্সিল' (UNHRC)-এ সুইজারল্যান্ড (Switzerland) যে মন্তব্য করেছিল তার কড়া ভাষায় নিন্দা করে জবাব দিল ভারত (India)। নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, সংখ্যালঘুদের (Minority) প্রতি আচরণ নিয়ে সুইজারল্যান্ডের মন্তব্য 'ভুল তথ্যে ভরা'।
জেনেভায় (Geneva) বুধবার জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের মৌখিক আপডেটের ওপর সাধারণ বিতর্কের সময় এই ঘটনাটি ঘটে।