দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে বড়সড় জঙ্গি দমন অভিযান। গ্রেফতার পাঁচ সন্দেহভাজন আইসিস জঙ্গি। অভিযোগ, এরা রাসায়নিক অস্ত্র বানাতে পারদর্শী। তরুণদের জঙ্গি সংগঠনে ভিড়িয়ে তোলার জন্য চালাচ্ছিল আলাদা ‘খিলাফত’ মডেল।
সূত্রের খবর, এরা আইসিস ‘স্লিপার মডিউল’-এর অংশ। কাজ ছিল সংগঠনের শক্তি বাড়ানো।
#REL