দিশা দাস
কলকাতা: প্রায় সবারই কখনও না কখনও মাথাব্যথা হয়েছে। কিন্তু সেই পরিচিত উপসর্গটাই কখনও হয়ে উঠতে পারে প্রাণঘাতী মস্তিষ্কজনিত অসুস্থতার প্রথম সতর্কবার্তা। বিশেষত, ব্রেন টিউমারের ক্ষেত্রে প্রাথমিক লক্ষণ হিসেবে মাথাব্যথা দেখা দিলেও, অনেকেই সেটিকে অবহেলা করেন। সময়মতো ব্যবস্থা না নিলে সেই ভুলের মাশুল হতে পারে ভয়ঙ্কর। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইন-কে বিস্তারিত জানালেন বিশিষ্ট নিউরো সার্জন ড. রুপান্ত কুমার দাস।
সব টিউমার কি ক্যানসার?