দ্য ওয়াল ব্যুরো: “সরকার বলছে পঞ্চাশ হাজারেরও বেশি শূন্যপদ, তাহলে আমরা চাকরি পাচ্ছি না কেন?”— এমন প্রশ্নই রাজপথে গর্জে উঠল ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের মুখে।
প্রায় তিন বছর ধরে চাকরির আশায় অপেক্ষারত চাকরি প্রার্থীদের ধৈর্যের বাঁধ এবার ভেঙেই গেল। বৃহস্পতিবার দুপুরে রানি রাসমনি রোড থেকে শুরু— তারপর ধর্মতলা পেরিয়ে বিধানসভা চত্বর পর্যন্ত উত্তাল হয়ে উঠল গোটা শহরের বুক। পুলিশের বাধা, লাঠিচার্জ, ধাক্কাধাক্কি— কিছুতেই দমন করা গেল না বিক্ষোভ।
#REL