দ্য ওয়াল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিল গুগল। জেমিনি এআই প্লাস (Gemini AI Plus) নামে একটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে তারা, যা ওপেনএআই (OpenAI)-এর নতুন চ্যাটজিপিটি গো (ChatGPT Go)-এর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে।
এআই টুল (AI Tool) এখন নানা জায়গায় ব্যবহার হচ্ছে, কিন্তু উন্নত সুবিধাগুলির দাম এখনও বেশ চড়া। এই কারণেই গুগল ও ওপেনএআই দুই সংস্থাই কম খরচের মাসিক প্ল্যান আনছে, যাতে আরও বেশি মানুষ এএই সুবিধা ব্যবহার করতে পারেন।
#REL
Gemini AI Plus মাসিক প্ল্যানের খরচ কত?