দ্য ওয়াল ব্যুরো: আপনি কি প্রায়ই একই সংখ্যাগুলো দেখতে পান, ঘড়িতে ১১:১১, বিলের সংখ্যায় ৪৪৪, অথবা গাড়ির নম্বরের শেষে ৭১১? এগুলো কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি কোনো বড়ো বার্তা? সম্প্রতি ‘অ্যাঞ্জেল সংখ্যা’ (Angel Numbers) নিয়ে মানুষের কৌতূহল বাড়ছে। জ্যোতিষ ও সংখ্যাতত্ত্ববিদরা (Numerology) বলছেন, এই সংখ্যাগুলো কিছুটা আধ্যাত্মিক সংকেতও হতে পারে — যা আমাদের জীবনে দিকনির্দেশনা দেয়। নিচে এই ধারণা, বিভিন্ন সংখ্যার অর্থ ও এর আক্রান্ত হওয়ার কারণ-পরিণতিগুলো সহজ ভাষায় দেয়া হল।
অ্যাঞ্জেল নম্বর কী — সংক্ষিপ্ত পরিচিতি