অন্বেষা বিশ্বাস
দুগ্গাপুজোয় পুরুলিয়া যাব পরিক্রমার বাসে
শবর গাঁয়ে পুজোর আনন্দ সেপ্টেম্বর মাসে...
কোনও শিশুর আশ্রয় একটি ভাঙা ঘর, কারও আবার দিনের পর দিন কাটছে অনাথ আশ্রমের চার দেওয়ালে। কারও পুজোয় নেই নতুন পোশাকের খুশি, কারও চোখে জমেছে অপূর্ণ স্বপ্ন। সেই সব অবহেলিত ছোট্ট প্রাণগুলোর মুখে একটু হাসি ফোটাতেই তো বছরের পর বছর উদ্যোগ নিচ্ছে মহারাজা কলকাতার মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজের সাংবাদিকতা বিভাগের ছাত্রছাত্রীরা।
পড়ুয়াদের হাতে দেবী প্রতিমা