দ্য ওয়াল ব্যুরো: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের (Bangkok Zoo) সাফারি ওয়ার্ল্ডে ভয়াবহ দুর্ঘটনা। পর্যটকদের চোখের সামনে সিংহের হামলায় (Lion Attack) মৃত্যু হল চিড়িয়াখানার এক অভিজ্ঞ রক্ষীর (Zoo keeper Death)। ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা এবং এই সাফারি পার্কের (Safari Park) সিংহ মালিকানার বৈধতা নিয়ে।
ঘটনা ঘটেছে মঙ্গলবার। দেশটির বন ও বন্যপ্রাণ দফতরের বন্যপ্রাণ সুরক্ষা পরিচালক সদুদী পুনপুগডি জানান, মৃত ব্যক্তি নিয়মিত সিংহদের খাবার দিতেন। সেদিনও তিনি খাবার দিতে গিয়েছিলেন। তবে গাড়ি থেকে নামতেই একসঙ্গে ছয়-সাতটি সিংহ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে।