দ্য ওয়াল ব্যুরো: তাঁর বিরুদ্ধে উঠেছে কুরুচিকর মন্তব্যের অভিযোগ। আর সেই কারণেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University ) তরফে কার্যত ‘সেন্সর’ করা হল তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীকে (Ccensors TMCP leader Abhirup for five years)।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সমস্ত কার্যক্রম থেকে আপাতত বিরত থাকতে হবে তাঁকে। পিএইচডি-র আবেদনপ্রার্থী হিসেবে যাঁর নাম ইতিমধ্যেই নথিভুক্ত, সেই অভিরূপকে প্রাথমিক পর্বেই এমনভাবে সেন্সর করা রীতিমতো নজিরবিহীন বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
#REL