দ্য ওয়াল ব্যুরো: ভাদ্রের অস্বস্তিকর গরম (Uncomfortable Heat) থেকে সাময়িক মুক্তির পূর্বাভাস (Temporary Relief)! দক্ষিণবঙ্গে শুক্রবার প্রায় সব জেলাতেই বজ্রঝড়-সহ বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
হাওয়া অফিস জানিয়েছে (Weather Update), হিমালয়ের উপ-পশ্চিমবঙ্গ ও সিকিম থেকে ঝাড়খণ্ড জুড়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে দক্ষিণ ওড়িশা এবং উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের আকাশে ০.৯ কিলোমিটার উচ্চতায় নিম্নচাপ সক্রিয়।
#REL