দ্য ওয়াল ব্যুরো: চাকচিক্যের জগত। যে যত বেশি সোশ্যাল মিডিয়ায় (Social Media) অ্যাক্টিভ, সে যেন তত বড় সেলেব্রেটি। আর রিলের ভিউ বুঝিয়ে দেয় তাঁর জনপ্রিয়তা ঠিক কোনও জায়গায়। আর এই রিলের ভিউ (Reel Views) বাড়ানোর নেশা শেষ পর্যন্ত কেড়ে নিল এক তরুণ ইউটিউবারের প্রাণ।
সোশ্যাল মিডিয়ায় স্টান্ট করে ভাইরাল হওয়ার দৌড়ে গুজরাতের সুরাতে ভয়াবহ দুর্ঘটনায় (Accident in Surat) প্রাণ হারিয়েছেন ১৮ বছরের প্রিন্স প্যাটেল (Price Patel)। বুধবার গভীর রাতে সুরাতের গ্রেটার লিনিয়ার ব্রিজের কাছে মাল্টি-ফ্লাইওভারের ঢালে চরম গতিতে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান প্রিন্স।