দ্য ওয়াল ব্যুরো: একবার ভাবুন, আপনি গ্রামের মুদির দোকানে বসে। হঠাৎ ফোন বেজে উঠল। ওপার থেকে ভদ্র কণ্ঠে সম্ভাষণ, ‘হ্যালো, আমি বিরাট কোহলি বলছি!’
যখন ভাবছেন কোনও বিচ্ছু ছোকরার প্র্যাঙ্ক কল, তক্ষুনি ফের একবার রিং। এবার অন্য নম্বর থেকে। আর ধরামাত্র ওপার থেকে গমগমিয়ে, ‘হাই, আমি এবি ডিভিলিয়ার্স!’
এরপর একে একে কখনও আর অশ্বিন, কখনও শুভমান গিল। ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের ফোন কলে সরগরম নিরালা দুপুর!