দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ৩৫ বছরের পুরনো এক আইনি লড়াইয়ের অবসান (35 years of legal battle
)। পাকিস্তানি এক দম্পতিকে (Pakistani Couple) দেশ ছাড়ার নির্দেশ দিল জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্ট (Jammu Kashmir High Court)। আদালতের পর্যবেক্ষণ, ওই দম্পতি তথ্য গোপন করে দীর্ঘদিন ভারতে বসবাস করেছেন।
মামলাটি ছিল ৮০ বছরের মহম্মদ খলিল কাজি ও তাঁর স্ত্রী আরিফাকে নিয়ে। খলিলের জন্ম ১৯৪৫ সালে শ্রীনগরে হলেও শৈশবে তিনি পাকিস্তানে চলে যান। ১৯৮৮ সালে দু’জন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করেন এবং সেখানেই থেকে যান।
#REL