দ্য ওয়াল ব্যুরো: স্বামীকে বিষ খাইয়ে খুন করে তার দায় চাপালেন বাঘের ঘাড়ে (Karnataka Woman Kills Husband, Blames Tiger Attack To Claim Compensation)! শুধু তাই নয়, সরকারের কাছে ক্ষতিপূরণ বাবদ চাইলেন মোটা অঙ্কের টাকা। শেষমেশ পুলিশের জালে ধরা পড়তেই ফাঁস হয়ে গেল গোটা নাটক। কর্নাটকের মাইসুরু জেলার চিক্কাহিজ্জুর গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তি বেঙ্কটস্বামী এবং তাঁর স্ত্রী সল্লাপুরী কৃষিক্ষেত্রে দিনমজুরের কাজ করতেন। কিছুদিন আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান বেঙ্কটস্বামী।