দ্য ওয়াল ব্যুরো: জমি দখল মামলায় বড় ধাক্কা খেলেন তৃণমূল সাংসদ ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান (Yusuf Pathan)।
গুজরাত হাইকোর্ট (Gujrat High Court))স্পষ্ট জানিয়ে দিল, বরোদা মিউনিসিপ্যাল কর্পোরেশনের জমি বেআইনিভাবে (Illegal occupation) দখল করেছিলেন সাংসদ। ফলে অবিলম্বে জমি খালি করে দিতে হবে তাঁকে। প্রয়োজনে পুরসভা বুলডোজার নামিয়েই জমি উদ্ধার করতে পারবে।
#REL