দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) চার নম্বর গেটের সামনে পুকুর থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ (Jadavpur student's mysterious death)।
শুক্রবার প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে জানানো হয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা ওই ছাত্রীর। শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তবে পুলিশ সূত্রের খবর, ভিসেরা পরীক্ষার পরই বোঝা যাবে, মদ্যপান বা অন্য কোনও নেশাজাতীয় পদার্থ ছিল কি না (Autopsy evidence of drowning! A look at the drug test report)।
#REL