দ্য ওয়াল ব্যুরো: ভিনরাজ্যে কাজ করতে গিয়েছিলেন, ফিরলেন কফিনে!
মোবাইল চোর সন্দেহে বাঙালি পরিযায়ী শ্রমিকের (migrant worker, West Bengal) উপর চড়াও হলেন স্থানীয়রা। ধারাল অস্ত্রের কোপে গুরুতর জখম হন নদিয়ার তেহট্টের রাজু তালুকদার (৩৭)। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) হাসপাতালে কিছুটা সুস্থ হওয়ার পর বাড়ি ফেরার পথে ফের অসুস্থ হয়ে মৃত্যু হয় তাঁর।
#REL