অংশুমান কর
এ-বঙ্গে যখন কলেজ-বিশ্ববিদ্যালয়ের দিনের পর দিন নির্বাচন হচ্ছেই না তখনই ও-বঙ্গে হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (Dhaka University) কেন্দ্রীয় ছাত্র-সংসদের (Chhatra Shibir) নির্বাচন। এই নির্বাচনটিকে অনেকেই বাংলাদেশের সাধারণ নির্বাচনের একটি মহড়া হিসেবে দেখছিলেন। সেদিক থেকে দেখতে গেলে এই নির্বাচনের (Bangladesh Politics) গুরুত্ব ছিল অপরিসীম। বলতে বাধা নেই অনেককেই আশ্চর্য করে, নির্বাচনে জয়লাভ করেছে জামাতের ছাত্র সংগঠন, ছাত্রশিবির। নির্বাচনে কারচুপি নিয়ে কিছু কিছু অভিযোগ উঠেছে সত্যি, তবে মোটের ওপর এই নির্বাচনের ফলাফল সকলে মেনেই নিয়েছেন।